সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যের ৫০৯টি কলেজে শুক্রবার মধ্যরাত থেকেই স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু হচ্ছে। এই পোর্টালের মাধ্যমেই এ বছর থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত ফর্ম ফিলাপ চলবে। এ বছর থেকে চার বছরের স্নাতক পাঠক্রম শুরু হচ্ছে।
আগেই উচ্চশিক্ষা দফতর জানিয়ে দিয়েছিল, গত কয়েক বছরের মতো এ বারও অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া অনলাইনেই হবে। এ নিয়ে গত ২ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এ বার অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসের প্রথম দিন থেকে।
আরও পড়ুন:

কন্যার অভিনব নাম রাখলেন অভিনেতা রাম চরণ, নামের সঙ্গে রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের যোগ

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

পড়ুয়ারা স্নাতক স্তরে আগামী ১৫ জুলাই পর্যন্ত ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবে। আগামী ২০ জুলাই পড়ুয়াদের মেধাতালিকা প্রকাশ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে জানানো হয়েছে। যাতে স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস অগস্টের প্রথম দিন থেকে শুরু করা সম্ভব হয়। তবে কেন্দ্রীয় পোর্টাল নয়, আপাতত ৫০৯টি কলেজ তাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে এই অনলাইন ভর্তি প্রক্রিয়া চালাবে।
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

সুরের জাদুকর স্বপ্নে পেয়েছিলেন সুর! ‘দিল্লি ৬’-এর পরিচালককে ঘুম ভাঙিয়ে তা শুনিয়েছিলেন এ আর রহমান

উচ্চশিক্ষা দফতর অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু নির্দেশও দিয়েছে। ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে—
ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতেই ভর্তি নিতে হবে।
ভর্তি প্রক্রিয়ার সময় পড়ুয়াকে তাঁর শংসাপত্র পরীক্ষার জন্য ডাকা যাবে না।
বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইনে শংসাপত্র আপলোড বা পরীক্ষা করে দেখার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ নিতে পারবে না।
যে সব যোগ্য ছাত্রছাত্রীরা স্নাতকে ভর্তির সুযোগ পাবে তাঁদের ইমেল বা ফোন করে বিষয়টি জানাতে হবে।
কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছ থেকে ভর্তির ফি নগদে নিতে পারবে না। মেধাতালিকায় নাম থাকা ছাত্রছাত্রীরা অনলাইনে বা ব্যাঙ্কের মাধ্যমে ফি জমা করতে পারবেন।
স্নাতকে ভর্তির প্রক্রিয়ার সময় পড়ুয়াদের যাবতীয় শংসাপত্র অনলাইনেই আপলোড করতে হবে। শংসাপত্রে গরমিল পাওয়া গেলে পড়ুয়াদের আবেদনপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

Skip to content