শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী

কথা ছিল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এমনই ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গতকাল রবিবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা আরও এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা কবে থেকে শুরু হবে, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েও দিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮১: কবির ‘গানের ভাণ্ডারী’ দিনেন্দ্রনাথ বৈষয়িক-কারণে শান্তিনিকেতন ত্যাগ করেছিলেন

চকোলেট খাওয়া বন্ধ করেও নিয়ন্ত্রণে থাকছে না রক্তে শর্করা? এতে কি ভ্রূণের ক্ষতি হতে পারে?

মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৫ সালে ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ফেব্রুয়ারি মাসেই। আগের ঘোষণায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কবে কী পরীক্ষা হবে তাও জানিয়ে দিয়েছিলেন। যদিও মধ্যশিক্ষা পর্ষদের রবিবারের বিজ্ঞপ্তিতে কবে কী পরীক্ষা হবে তার কোনও উল্লেখ নেই। তবে পর্ষদ জানিয়েছে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ২০২৫ সালের বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

Skip to content