মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


বিন্দু ও বিবেক।

কথায় আছে পড়াশোনার কোনও বয়স নেই। তার প্রমাণ মিলে গেল আরও একবার। সরকারি চাকরি পেতে মা-ছেলে একসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁরা কেরলের মলপ্পুরমের বাসিন্দা। মায়ের নাম বিন্দু (৪২) আর ছেলে বিবেক (২৪)। দুজনই জানিয়েছেন সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্প। বিগত ১০ বছর ধরে বিন্দু একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষকতা করেন। বিবেক যখন দশম শ্রেণির ছাত্র তখন তাঁর মা তাকে পড়াশোনায় উৎসাহিত করার জন্য নিজে হাতে বই তুলে নেন। নতুনভাবে পড়াশোনা শুরু করে তিনি উৎসাহিত বোধ করেন।
এরপর তাঁর মধ্যে জেদ চাপে সরকারি চাকরির পরীক্ষায় বসার। প্রায় ন’বছর ধরে বিন্দু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় বসার প্রস্তুতি চালিয়ে যান। মাঝখানে বিবেকও তাঁর সঙ্গে যোগ দেন। একই সঙ্গে তাঁরা ফর্ম ফিলাপ করে ওই পরীক্ষায় বসেন। পিএসসির ৩৮তম র্যাং কের লোয়ার ডিভিশনাল ক্লার্ক (এলডিসি) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন বিন্দু, আর ৯২তম র্যাং ক নিয়ে লাস্ট গ্রেড সার্ভেন্টস (এলজিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছেলে বিবেক। এর আগেও তিন বার কেরল পিএসসি পরীক্ষায় বসেন বিন্দু। কিন্তু সফল হননি। কিন্তু এবার একসঙ্গে এইরকম চমকপ্রদ ফলাফলে আনন্দিত মা-ছেলে।
বিবেকের কোথায়, ‘আমি আর মা একসঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রে যেতাম। শিক্ষকদের অনুপ্রেরণায় আজ আমরা এই সফল্য অর্জন করতে পেরেছি। আমি আর মা একসঙ্গে পড়াশোনা করেছি। তবে একইসঙ্গে সফল হব তা ভাবতে পারিনি।’ বিন্দু জানান, তাঁর ছেলে এবং কোচিং সেন্টারের প্রশিক্ষকরা সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। পাশাপাশি পরিবারও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করেছে।


Skip to content