শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বুধবার মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ এবং স্ক্রুটিনির প্রকাশিত হল। মেধাতালিকায় স্থান পেল আরও ১৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করার পর প্রথম দশে মোট ১১৪ জন ছাত্র-ছাত্রী স্থান পেয়েছিল। তার পরেই মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা নিতে শুরু করে। আজ তার ফল প্রকাশিত হয়। উত্তরপত্রের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্টের পর প্রথম দশের মেধাতালিকায় আরও ১৮ জনের নাম বাড়ল। ফলে কৃতী ছাত্র-ছাত্রীর নামের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২ জন।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুর ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইটে মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল জানা যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর অনুযায়ী, এ বছর মোট ৩২ হাজার ৭৪০ জনের মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন পড়েছিল। এর মধ্যে নম্বর বেড়েছে ১১ হাজার ৪৬৫ উত্তরপত্রের।
এমনকি, ১০ নম্বর পর্যন্ত বেড়েছে ৪৯৫ জনের। উত্তরপত্র রিভিউ করতে দিয়েছিলেন মাধ্যমিকে অষ্টম হওয়া সৌমাল্য নিয়োগী। তবে স্ক্রুটিনির পর নম্বর বাড়ার ফলে সে সপ্তম স্থান অধিকার করেছে। পাশাপাশি মাধ্যমিকে সপ্তম হওয়া অনন্যা দেবও স্ক্রুটিনি করতে দিয়েছিলেন। তাঁর ও নাম্বার বাড়ার ফলে সপ্তম থেকে পঞ্চম স্থান দখল করেছে। এবছর দু’হাজার ৬৯৯ জন অকৃতকার্য পরীক্ষার্থীরা স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল। তাঁদের মধ্যেও ৯৩১ জনের নম্বর বেড়েছে। তবে এ বছর রিভিউয়ের জন্য যে পরিমাণ আবেদন জমা পড়েছিল তাঁদের মধ্যে শতাংশের হিসাবে ৯১.২৬ শতাংশের উত্তরপত্রের ফলাফলে কোনও পরিবর্তন আসেনি।

Skip to content