রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আইসিএসই পরীক্ষায় দেশে প্রথম হয়েছে মোট ন’জন পড়ুয়া। এর মধ্যে পূর্ব বর্ধমানের একজন ছাত্র রয়েছে। প্রকাশিত মেধাতালিকায় এ রাজ্য থেকে প্রথম তিনে রয়েছে ২২ জন। আবার আইএসসি পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন পাঁচ জন পড়ুয়া। এর মধ্যে বাংলা থেকে রয়েছেন দু’জন ছাত্র। দ্বাদশ শ্রেণির মেধা তালিকায় এ রাজ্য থেকে রয়েছেন ১৮ জন প্রথম তিনে।
এবার বাংলা থেকে আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৮.৭১ শতাংশ। আর আইএসসি-তে রাজ্য থেকে পাশের হার হয়েছে ৯৬.৮৮ শতাংশ। এবার রাজ্য থেকে ৪১৮টি স্কুল থেকে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ৪১ হাজার ৫০৬ জন। এর মধ্যে ২২ হাজার ৯৫৯ জন ছাত্র এবং ১৮ হাজার ৫৪৭ জন ছাত্রী। দশম শ্রেণির পরীক্ষায় যথাক্রমে মেয়েদের পাশের হার ৯৯.০১ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৪৭ শতাংশ।
আরও পড়ুন:

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায়। রাজ্যে ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পাঁচ জন। ১৬ জন তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন:

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

এবার আইএসসি পরীক্ষা দিয়েছিল রাজ্যের ৩১২টি স্কুলের ২৭ হাজার ৪৪২ জন পড়ুয়া। এর মধ্যে ১৪ হাজার ৭৯২ জন ছাত্রী এবং ১২ হাজার ৬৫০ জন ছাত্রী। পাশের হার যথাক্রমে মেয়েদের ৯৮.০৪ শতাংশ এবং ছেলেদের ৯৫.৮৮ শতাংশ।

পরীক্ষায় মোট ৪০০ নম্বরে ৩৯৯ পেয়ে বাংলার দু’জন সারা দেশে প্রথম হয়েছে। এই দুজন পড়ুয়া হলেন ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভমকুমার আগরওয়াল এবং কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত। রাজ্যে দ্বিতীয় হয়েছেন ছ’জন, তাঁদের প্রান্ত ৩৯৮ নম্বর। রাজ্য থেকে ৩৯৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন ১০ জন।

এ বার সারা দেশে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৬১৬টি স্কুলের ২ লক্ষ ৩৭ হাজার ৬৩১ জন। মেয়ে এবং ছেলেদের পাশের হার যথাক্রমে ৯৯.২১ শতাংশ এবং ৯৮.৭১ শতাংশ। আর আইএসসি পরীক্ষা দিয়েছিল ১,২৯১টি স্কুলের ৯৮ হাজার ৫০৫ জন। এক্ষেত্রে মেয়ে এবং ছেলেদের পাশের হার যথাক্রমে ৯৮.০১ শতাংশ এবং ৯৫.৯৬ শতাংশ।

Skip to content