শনিবার ১০ মে, ২০২৫


একটি দিন শুধুই গাছেদের জন্য। হ্যাঁ, ঠিক তাই। গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুলের আজকের দিনটি ছিল শুধু সবুজকে ঘিরে। মহা সমারোহে পালিত হল ‘বৃক্ষরোপণ উৎসব’। প্রত্যেক বছরই হয়ে থাকে এই অনুষ্ঠান। কিন্তু এই বছরের আয়োজন একটু বিশেষ, কারণ এ বছর স্কুলটি পদার্পণ করতে চলেছে ৭৫-এ। হাবড়া পুরসভার সহ-সভাপতি সিতাংশু দাস, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভট্টাচার্য, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আশিস নট্ট এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অন্য এক মাত্রা পেল আজকের এই বৃক্ষবন্দনা।
প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে অবসরপ্রাপ্ত শান্তনু দত্তচৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রতীকী বৃক্ষরোপণের পরে বাণীপুর আজ সাক্ষী থাকল এক সবুজ পদযাত্রার, যেখানে গাছের জন্য পা মেলালেন সবাই। আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে অংশ নিয়েছিলেন বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:

ক্লাসরুম: উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে জায়গা করে নেওয়া সহজ ছিল না, তবে মন বলছিল—আমি পারব

রিভিউ: ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’—মনোজ বাজপেয়ী একাই একশো

গান, কবিতা, নাচ, নাটক—সব মিলিয়ে আজকের দিনটি ছিল শুধুই গাছেদের জন্য। তবে এক দিনেই এই কর্মসূচি সীমাবদ্ধ নয় মোটেই, সমস্ত বিদ্যালয় চত্ত্বর জুড়ে লাগানো হবে গাছ। ভবন অনুযায়ী ছাত্রছাত্রীরা দায়িত্ব নেবে এই সমস্ত গাছ পরিচর্যার। সবুজের সেই অঙ্গীকারে আবদ্ধ হল তারা আজ।

Skip to content