শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

এবার রাজ্য সরকার স্কুলের শিক্ষক নিয়োগের পর কলেজের অধ্যক্ষ নিয়োগের ব্যাপারেও তৎপরতার দেখাচ্ছে। এই মুহূর্তে রাজ্যে সরকার নিয়ন্ত্রিত কলেজ রয়েছে ৪৫০টি। ২০১৩ সালের পর থেকে চারবার অধ্যক্ষ পদে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন। ২০১৯ সালের পর তিন বছর বাদে আবার এই বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। এ বিষয়ে কমিশন জানিয়েছে, ইচ্ছুক প্রার্থীরা মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র তোলা এবং জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে চলবে এক মাস ধরে। এবার আবেদনকারীদের রিসার্চ স্কোর পর্যবেক্ষণ করা হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ১১০ নম্বর। এতদিন ধরে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে শুধু অ্যাকাডেমিক পারফরম্যান্স-এর উপর গুরুত্ব দেয়া হতো। কিন্তু এবার ইউজিসির নিয়ম অনুযায়ী প্রার্থীদের কতগুলি পাবলিকেশন রয়েছে, গবেষণা প্রভৃতি বিষয় দেখা হবে। এর জন্য প্রত্যেকটি বিভাগে আলাদা করে নম্বর রাখা হয়েছে। তবে কমিশনের মতে, গবেষণার পাশাপাশি অ্যাকাডেমিক স্কোরকেও গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর চাইছে রাজ্যে কোনও কলেজেই যেন অধ্যক্ষ শূন্য না থাকে। কারণ রাজ্যে প্রায় কুড়ি শতাংশ কলেজের অধ্যক্ষের পদ এখনও ফাঁকা রয়েছে। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ সার্ভিস কমিশন-এর চেয়ারম্যান দীপক করের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, একইসঙ্গে অধ্যাপক এবং অধ্যক্ষ নিয়োগ করা হলে কলেজগুলির পরিচালনার ক্ষেত্রেও সুবিধা হবে।

Skip to content