রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


শিলিগুড়ির এসএসসি পরীক্ষার্থী ববিতা সরকারকে ১০ দিনের মধ্যে চাকরি দতে হবে, শুক্রবার কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দিয়েছে। এখানেই শেষ নয়, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা যে দিন চাকরিতে যোগ দিয়েছিলেন সেই দিনকেই ববিতা সরকারের চাকরি পাওয়ার দিন হিসাবে ধরতে হবে। স্বাভাবিক ভাবে ওই দিন থেকেই ববিতাকে তাঁর প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আগামী ২৭ জুনের মধ্যে ববিতাকে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মধ্যশিক্ষা পর্ষদের কাছে ২৮ জুনের মধ্যে সুপারিশপত্র পাঠিয়ে দিতে হবে। আর মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে ৩০ জুনের মধ্যে। সেই সঙ্গে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, ১০ দিনের সুদ সমেত মন্ত্রীকন্যা অঙ্কিতার টাকা ববিতা সরকারকে দিয়ে দিতে হবে। কারণ, যোগ্যতা অনুযায়ী তাঁর চাকরি পাওয়ার কথা থাকলেও অঙ্কিতার জন্য তাঁর নাম বাতিল হয়ে যায়। এদিন অঙ্কিতার আইনজীবীকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে। ববিতাকে ওই টাকাও ১৫ দিনের মধ্যে দিতে হবে।

Skip to content