রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


ফের সিবিআই তদন্তের নির্দেশ। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার তদন্ত সিবিআই করবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই চাইলে করতে পারে অভিযুক্ত চন্দন মণ্ডল অর্থাৎ রঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারে। সেই সঙ্গে আদালতের নির্দেশ দিয়েছে, মুখবন্ধ খামে আগামী ১৫ জুন রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে।
২০১৪-র প্রাথমিক টেট ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগে সৌমেন নন্দী নামে এক ব্যাক্তি কলকাতা হাই কোর্টে মামলা করেছেন। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য শোনার পরে জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি দিয়েছিল আদালত। শুনানিতে ফিরদৌসের অভিযোগ, ২০১৪-র প্রাথমিক টেট পরীক্ষায় ফেল করেও ৮৬ জন প্রাথমিক শিক্ষকের পদে চাকরি করছেন। তিনি এও দাবি করেন, চন্দন (রঞ্জন) মণ্ডল নামে এক ব্যাক্তিকে কোনও নিয়ম না মেনেই নিয়োগ করা হয়েছে শিক্ষকের পদে। সেই সঙ্গে আইনজীবী ফিরদৌস শামিমের আশঙ্কা, এ বিষয়ে সময় নষ্ট করলে নষ্ট করা হতে পারে নিয়োগের নথিপত্র। শুনানি শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলার অনুমতি এবং শুনানির নির্দেশ দেন। আজ সেই মামলার শুনানি ছিল দুপুর আড়াইটের সময়।

Skip to content