শনিবার ২০ জুলাই, ২০২৪


ফের সিবিআই তদন্তের নির্দেশ। এসএসসি, চতুর্থ শ্রেণির কর্মী, এসএলএসটির পর এবার ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে কলকাতা হাই কোর্ট নির্দেশে ২৬৯ জন শিক্ষকের চাকরিও খোয়ালেন। এঁদের বেতন বন্ধের পাশাপাশি স্কুলে ঢুকতেও বারণ করা হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার এই রায় দিয়েছেন।
শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, টেট পরীক্ষায় পাশ না করেও কীভাবে চাকরি? এরপরই বিচারপতি তদন্তভার তুলে দেন সিবিআইয়ের হাতে। শুধু তাই নয়, ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারকে নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার প্রাইমারি শিক্ষা সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচী এবং সভিপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে এই মামলায় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে বলা হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে মানিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে।

Skip to content