শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


আপাতত প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা যাবে না। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তিকালীন এই নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাধারণ ভাবে চলবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন প্রাথমিক স্কুলে কর্মরত অস্থায়ী শিক্ষকদের মধ্যে থেকে স্থায়ী শিক্ষক হিসাবে ১০ শতাংশকে নিয়োগ করা হবে। তবে এই প্রক্রিয়া অবশ্যই যোগ্যতার বিচার করেই হবে। উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত কয়েক জন অস্থায়ী শিক্ষক প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন। তাঁদের দাবি, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে তাঁদেরও।
আরও পড়ুন:

বছরে আড়াই ইঞ্চি করে তিন বছর ধরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল জোশীমঠ, সেই তথ্য ধরা পড়েছিল সমীক্ষাতেও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ নভেম্বর জানিয়েছিলেন, ‘‘প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আইনে এমন নির্দেশিকা নেই, যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা যায় না।’’ সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদে সুযোগ দিতে হবে।
আরও পড়ুন:

খাই খাই: শীতের আমেজে লোভনীয় কিছু খাওয়ার ইচ্ছা? রেস্তরাঁর মতো ঝটপট বানিয়ে ফেলুন সুখা মরিচ মাটন

ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে হোক অন্দরসজ্জা, মাথায় রাখুন এই কয়েকটি টোটকা

৫০ জন প্রাথমিক অস্থায়ী শিক্ষক সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, পর্ষদ পার্শ্ব শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আদালতের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Skip to content