ছবি প্রতীকী
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে আত্মহত্যার হুমকি দিলেন বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারা। যশোর রোড অবরোধ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের দাবি, তাঁদের বাইকে পাশ করিয়ে দিতেই হবে। সেই সঙ্গে পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মানা হলে অনশন আন্দোলন চলবে। এ বছর উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী স্কুল থেকে মোট ২৭৯ জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এঁদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ৩৭ জন। এঁরা ইংরেজি-সহ বিভিন্ন বিষয়ে ফেল করেছেন বলে জানা গিয়েছে। পড়ুয়ারা সোমবার সকাল থেকে স্কুলের সামনে যশোর রোডের উপর অবরোধ শুরু করেন। এদিকে, এই একই দাবি নিয়ে বারাসত প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের ৪০ জন অনুত্তীর্ণ পড়ুয়ারাও যশোর রোডের অবরোধ অংশ নিয়েছেন। বারাসত প্রিয়নাথ বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর মোট ৭০ জন পরীক্ষা দিয়েছিলেন।