শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


এবার রাজ্যপালকে সরিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেসরকারি বিশ্ববিদ্যালগুলির ভিজিটর পদে বসতে চলেছেন। এই সিদ্ধান্ত কিছুদিন আগে নেওয়া হয়েছিল। গতকাল আচার্য বিলের পর আজ পাশ হল ভিজিটর বিল। বিরোধীশূন্য বিধানসভায় মঙ্গলবার পাশ হয়ে গিয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট বিল), ২০২২’। আজ বিধানসভায় ব্রাত্য বসু বলেন, ব্যক্তি ‘আমি’ নয়, যে যখন উচ্চশিক্ষামন্ত্রী হবেন তিনিই হবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর। তিনি এও বলেন, দেশে বেসরকারি ৪০৩টি বিশ্ববিদ্যালয় আছে, তারমধ্যে রাজ্যে রয়েছে ১১টি। কোথাও ভিজিটার হিসাবে রাজ্যপাল নেই। ইউজিসি-র গাইডলাইনও রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে।

Skip to content