রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


অস্থায়ী উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়।

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল। একটি বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আপাতত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়কে আগামী তিন মাসের জন্য অস্থায়ী উপাচার্য করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকার আশিস চট্টোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্য করার জন্য রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। রাজ্যের এই প্রস্তাবে বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন রাজ্যপাল লা গণেশন।
উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের সার্চ কমিটি গড়ার প্রস্তাবেও রাজ্যপাল সম্মতি দিয়েছেন। সাধারণত ৩ সদস্যের ওই সার্চ কমিটিতে থাকেন রাজভবনের, রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের এক জন করে প্রতিনিধি।
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ২০২১ সালের ২৭ অগস্ট চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়ে যায়। এর পর প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে সোনালিকে পুনর্নিয়োগের জন্য প্রস্তাব পাঠান হয়। এ বিষয়ে রাজ্যপাল প্রশাসনের ব্যাখ্যা চান। এরপর রাজ্যের উচ্চশিক্ষা দফতর নিজের মতো করে সোনালিকে ওই পদে পুনর্বহাল করে।
আরও পড়ুন:

সপ্তাহের শুরুতেই আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাং? কবে কোথায় কতটা বর্ষণ? জানিয়ে দিল হাওয়া দফতর

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৫: এমন সুন্দরের মাঝে নির্ভয়ে হারিয়ে যাওয়ার সুযোগ জীবনে রোজ রোজ আসে না…

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস কলকাতা হাই কোর্টে মামলা করেন। গত ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। সেই রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারের এক্তিয়ার নেই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় বার উপাচার্য পদে বহাল করার। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শীর্ষ আদালতেও কলকাতা হাই কোর্টের রায়েই বহাল থাকে।

Skip to content