ছবি: প্রতীকী। সংগৃহীত।
কার্বোহাইড্রেটের নানা রূপ
অলিগোস্যাকারাইডস
সাধারণত পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ন্যাশপাতি, তরমুজ, ব্লুবেরি, বিভিন্ন ধরনের ডাল, মটরশুঁটি, আটা, সুজি, ডালিয়া, বেসন, ছাতু ইত্যাদি প্লান্ট ফাইবার যুক্ত খাদ্য এই অলিগোস্যাকারাইডস জাতীয় কার্বোহাইড্রেট খাবারের অন্তর্গত। কার্বোহাইড্রেট পাচনের সাহায্যকারী এনজাইমের অভাব থাকলে এই ধরনের খাবার সহজে হজম হতে চায় না।
ডাইস্যাকারাইডস
দুধ ও দুধ জাতীয় খাবার যেমন চিজ, পনির, চিনি এমনকি কৃত্রিম চিনিতেও ডাইস্যাকারাইড গ্রুপের বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটস থাকে, যা সহজে হজম হওয়ায় ফার্মেন্টেড হয়ে গিয়ে সমস্যা বাড়িয়ে তোলে। বিশেষত যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাঁদের মোটেই ডেয়ারি মিল্ক চলবে না।
মোনোস্যাকারাইডস
সাধারণত ফ্রুকটোজ বা ফলজাত সুগার এই মোনোস্যাকারাইডস গ্রুপের অন্তর্গত। যেমন খেজুর, কিসমিস, আখরোট, ক্র্যানবেরি, পেয়ারা, পেঁপে, আম, আনারস, মধু, কর্ণসিরাপ ইত্যাদি। তবে মজার বিষয় আইবিএস-এর রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলের ফ্রুকটোজ বিভিন্নভাবে ক্রিয়া করে। যেমন একই উপসর্গ যুক্ত দুজন ব্যক্তির মধ্যে কারও পেয়ারা বা আনারস হয়তো সহজে হজম হচ্ছে, কারও আবার সমস্যা বাড়ছে।
পলিঅলস
পলিঅলস বলতে সাধারণত সুগার, অ্যালকোহলকে বোঝায়। অ্যাভোকাডো, চেরি, পিচ, অ্যাপ্রিকট, প্লাম ইত্যাদি বিভিন্ন ফল ছাড়াও আর্টিফিশিয়াল সুইটনার তৈরিতে ব্যবহৃত হয় এই সুগার অ্যালকোহল, যা মোটেই সহজে হজম হয় না।
ডায়েট ফটাফট: সুপার ফুড ড্রাগন ফল খেতে ভালোবাসেন? জানেন এর উপকারিতা?
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২৫: অম্বুবাচী থেকে স্ত্রীর রজস্বলার লড়াই—সবই উৎপাদন কেন্দ্রিক!
এক নজরে: কী কী খাবেন
হাত বাড়ালেই বনৌষধি: ধর্মবৃক্ষ বা বোধিবৃক্ষ অশ্বত্থ
পঞ্চমে মেলোডি, পর্ব-১৬: ‘ও হানসিনি, মেরি হানসিনি কাঁহা উড় চলি’—কিশোর-পঞ্চম ম্যাজিক চলছেই
এক নজরে: কী কী খাবেন না
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-২: রথ দেখো কলা বেচো
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৪: ঠাকুরবাড়িতে দোলে আসত নাচিয়ে, নাচের তালে তালে হত আবিরের আলপনা
চিকিৎসা পদ্ধতি
যোগাযোগ: ৯৮৩০২১৪৯৭১