বলিউড থেকে হলিউড আমাদের জনপ্রিয় অভিনেত্রীরা বেশির ভাগই চল্লিশ পেরিয়েও এখনও আগের মতোই উজ্জ্বল ত্বকের অধিকারী। সেই রকম হয়ে ওঠা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। শুধু মেনে চলতে হবে কয়েকটা নিয়ম, ব্যাস।
আপনি হয়তো ভাবছেন কী সেই সব নিয়ম? তাহলে বলে রাখি, এই গোপন রহস্য লুকিয়ে আছে সঠিক ডায়েটে। আপনি সারাদিনে কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং শরীরচর্চা করছেন কিনা— এ সবই আপনাকে সতেজ রাখার মূল মন্ত্র।
কী করণীয়?
ত্বকের যত্নে পাতে থাকুক
সময়ে ত্বকের যত্ন নিতে হবে। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে খাদ্য তালিকায় সে রকমই খাবার রাখতে হবে। যেমন—
তরতাজা থাকতে নিয়মিত লেবুজাতীয় ফল খান
কমলালেবু, মুসাম্বি, সাধারণ লেবু, মালটা ইত্যাদিতে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-সি এবং আন্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। নিত্যদিনের ডায়েটে লেবু রাখলে পরিপাকতন্ত্র সুস্থ ও সচল থাকে। ফলে হজমের সমস্যা কম হয়। ত্বকও ভালো থাকে।
ত্বকের আর্দ্রতা বজায় রাখে শসা
শসার কুলিং এফেক্ট ত্বককে দেয় শান্তি। তাই শুধু ফেসপ্যাকে নয়, রোজকার খাদ্যতালিকায় শসা রাখলে অনেক উপকার পাওয়া যাবে। শসাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-সি, ভিটামিন-কে, যা বলিরেখা কমায়। ত্বককে আর্দ্র রাখে।
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৬: পাতে নিয়মিত মাছ থাকলে রোগ থাকবে দূরে, শরীর হবে তরতাজা, কীভাবে খেলে পুষ্টিগুণ বজায় থাকবে?
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১: চায়ের দোকান থেকে বিশ্বজয়
শাশ্বতী রামায়ণী, পর্ব ২৯: নদীর তীর, বনের পথ, শোক সামলে ছুটল রথ…
ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় রাখতে ইয়োগার্ট বা টকদই
টকদইয়ে প্রোবায়োটিক থাকায় হজম ভালো করে। হজম বা পেটের গন্ডগোলে ত্বকে যে ‘ব্রেক আউট’ হয় তার জন্য টকদই ভীষণ উপকারী।
ত্বকের উজ্জ্বলতায় গ্রিন-টি
গ্রিন-টি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাই ত্বককে ক্ষতিকর ‘ফ্রি রেডিক্যাল’-এর হাত থেকে তা রক্ষা করে। ত্বকের ডার্কস্পট কমায়। অকালবার্ধক্য প্রতিরোধ করে। পাশাপাশি ত্বককে স্বাস্থ্যজ্জ্বল রাখে।
কোলাজেন বুস্ট করতে দুধ রাখুন পাতে
প্রতিদিন এক কাপ দুধ ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও দুধের ভূমিকা গুরুত্বপূর্ণ।
পর্ব-১৯: বয়স হয়েছে তাই ওজন কমে যাচ্ছে—এই ধারণা কি আদৌ ঠিক?/৪
ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-১০: আশ মিটিয়ে দেখে ছিলাম অপূর্ব সেই রূপ…আর প্রকৃতিও সেদিন সবটুকু মেলে ধরেছিল আমার সামনে
কোলাজেন পুনরুদ্ধার গাজর
গাজরে আছে বিটাকারোটিন, যা ত্বককে কোমল রাখে। ত্বককে ক্ষতির হাত থেকে প্রতিরোধ করে। সেই সঙ্গে চোখের স্বাস্থ্য ভালো রাখে।
ত্বকের রুক্ষতা ও শুষ্কভাব কমাতে কাঠবাদাম বা আমন্ড
আমন্ড ভিটামিন-ই এর খুব ভালো একটি উৎস। এটা ‘স্কিন ড্যামেজ’ প্রতিরোধ করে। ফলে ক্ষতি হয়ে হওয়া ত্বকের পরিচর্যা (রিপেয়ার) করে। তাছাড়া ‘ফ্রি ফ্রি রেডিক্যাল’কে দেহ থেকে বার করে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে।
শীতের আমেজে লোভনীয় কিছু খাওয়ার ইচ্ছা? রেস্তরাঁর মতো ঝটপট বানিয়ে ফেলুন সুখা মরিচ মাটন
দশভুজাঃ রুমা দেবী—তিরিশ হাজার মহিলার ভাগ্য পরিবর্তনের কান্ডারি তিনি
ত্বক ভালো রাখতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২