ছবি: প্রতীকী। সংগৃহীত।
একজন শিশুর সঠিক ওজন কত হতে পারে?
যেহেতু শিশুর ওজন নির্ভর করে তার জন্মানোর সময় ওজনের ওপরে, তাই একই বয়সের সমস্ত শিশুর ওজন এক হতে পারে না। প্রত্যেকে আলাদা ওজন হয়। সঠিক পুষ্টি ও যত্ন পেলে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রায় সমস্ত শিশুদের ওজন একই রকম হয়ে যায়।
হেলদি ডায়েট: পুজোর আগে উজ্জ্বল ত্বক ও ঝলমলে চুল চাই? ভরসা রাখতে পারেন এই সব ডিটক্স পানীয়তে
রিভিউ: মহাকাশ বিদ্ধ করা রকেটের মতোই শক্তিশালী মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’
শিশুর পুষ্টি ও বৃদ্ধিতে কেন সমস্যা দেখা যায়?
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৭: অ্যাঁ, বলো কী নন্দলাল…!
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৮: পার্ক, ইট, এঞ্জয়
খাদ্য তালিকায় কী কী রাখা যেতে পারে?
ডিম
দুধ
সয়াবিন
মুরগির মাংস
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?
অমর শিল্পী তুমি, অমর শিল্পী তুমি
তেল-ঘি
বাদাম
ফল
তবে মনে রাখা প্রয়োজন একজন শিশুর পাকস্থলী একজন বড়দের পাকস্থলীর থেকে আকারে অনেক ছোট। তাই খাদ্যের পরিমাণের দিকে মাথা না খাটিয়ে খাদ্যের পুষ্টির দিকে মাথা খাটানোটা প্রয়োজনীয়। শিশুকে পরিমাণে কম করে খাওয়ান কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ান তাহলেই শিশুর পুষ্টি বৃদ্ধি যথেষ্ট পরিমাণে হবে।
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২