ছবি: প্রতীকী।
তবে যখন তখন যতটা খুশি দই খাওয়া উচিত নয়। দই খাওয়ার যেমন নির্দিষ্ট পরিমাণ আছে তেমনি নির্দিষ্ট সময়ও আছে।
কখন খাবেন, কতটুকু খাবেন
প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, দই অবশ্যই যেন ঘরে পাতা টক দই হয়। সারাদিনে আমরা কমবেশি এক কাপ টক দই খেতে পারি। সেটা যে একসঙ্গে খেতে হবে তার কোন মানে নেই। সারাদিনে যখন যে কোনও সময় ভাবে খুশি আমরা এই দুই খেতে পারি।
তবে যাঁদের কফ বা ঠান্ডা লাগার সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে রাত্রে টক দই না খাওয়াই ভালো। কারণ এটা মিউকাস বৃদ্ধিতে সাহায্য করে। তাই রাতে দই খাওয়া ঠিক নয়। যদি নিতান্তই রাতে দই খেতে হয়, তাহলে দইয়ের ঘোল বানিয়ে তাতে সামান্য নুন ও গোল মরিচ দিয়ে খেতে পারেন। এটা হজমে সাহায্য করে। বাজার চলতি প্যাকেটজাত দই খাওয়ার আগে অবশ্যই প্যাকেটে উল্লেখ করা উপাদানগুলো দেখে তবেই কিনবেন। এই ক্ষেত্রে সব থেকে ভালো ঘরে পাতা দই। এর কোনও বিকল্প হয় না।
হেলদি ডায়েট: প্রজনন ক্ষমতা বাড়াতে প্রতি দিন খাদ্য তালিকায় রাখুন এ সব
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…
কীভাবে টকদই খাওয়া যেতে পারে
দই চিঁড়ে
ঘোল বা লস্যি
উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-১৯: কমলকান্তি সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন
রায়তা
রান্নায় টক দই
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২২: স্টেরয়েড বড় ভয়ঙ্কর ওষুধ?
স্বাদে-আহ্লাদে: আম কাসুন্দি প্রিয়? বানানোর সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন
স্যালাডের সঙ্গে
সসের বিকল্প হিসেবে
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২