ছবি: প্রতীকী। সংগৃহীত।
অতিরিক্ত চুল পড়ে যায় কেন?
চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথম থেকেই নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টিকর খাবার ও নিয়ন্ত্রিত জীবনযাত্রার উপর জোর দেওয়া উচিত। যে বিশেষ বিশেষ কারণে চুল পড়ার সমস্যা বেড়ে যায়—
ডায়েট ফটাফট: পেটের গণ্ডগোল থেকে মুক্তি দিতে পারে ‘লো ফডম্যাপ’ ডায়েট
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৮: সাইনাস নাকি কখনওই সারে না?
চুলের চুলচেরা বিশ্লেষণ
অন্যদিকে ত্বকের এপিডার্মিং স্তর থেকে তৈরি হেয়ার ফলিকলের একেবারে গভীরতর অংশে গ্রথিত হেয়ার বাল্বের বিভাজনে তৈরি নতুন নতুন জীবন্ত কোষ প্রোটিন ‘ক্যারোটিন’ ও অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে ক্রমশ শক্ত ঘন সন্নিবিষ্ট, মজবুত এবং দৃঢ়চুলের মৃত অংশে পরিণত হয়ে বাইরে বেরিয়ে আসে সুন্দর স্বাস্থ্য ঝলমলে চুলের রূপে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, জল, লিপিড, কপার, সিলিকন, জিঙ্ক, আয়রন ইত্যাদি বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান দ্বারা তৈরি হয় চুল।
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২: মেয়েটি যেন গৃহলক্ষ্মী
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-১: রাজবাড়ির ইতিকথা—ইতিহাসের অন্তরে ইতিহাস
চুলের স্বাস্থ্যের জন্য চাই পুষ্টিকর খাবার
ডিম
আমন্ড ও আখরোট
লেবু পেয়ারা আমলকি টমেটো
গাজর
পঞ্চমে মেলোডি, পর্ব-১৯: পঞ্চমের সুরে লতার গাওয়া ‘মেরে নয়না সাওন ভাদো’ গান শুনে শুনেই প্রস্তুতি শুরু করেন কিশোর
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২৮: ‘সম্মতি’ আদায়ের চাবিকাঠি
রাঙালু
পালং শাক
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত সামুদ্রিক মাছ
কাঁকড়া চিংড়ি
চিকেন ও মাংসের মেটে
ডানা জাতীয় খাবার
যোগাযোগ: ৯৮৩০২১৪৯৭১