ছবি: প্রতীকী। সংগৃহীত।
আমাদের চোখের সাদা অংশে একটা পাতলা পর্দা থাকে, যাকে কনজাংটিভা বলা হয়। সংক্রমণের কারণে এই কনজাংটিভা ফুলে যায়। ফলস্বরূপ চোখলাল হয়ে যায়। চোখ চুলকোয়, পিচুটি হয়, জল বেরোয় ইত্যাদি উপসর্গ দেখা যায়। আর ঠিক সেই কারণের জন্যই চোখের সংক্রমণ রুখতে নিত্যদিন বেশ কিছু খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা জরুরি। কী কী খাবার পাতে রাখা যেতে পারে?
এই সব খাবার পাতে রাখতে পারেন
সামুদ্রিক মাছ
ডিম
হেলদি ডায়েট: থাইরয়েডের চোখরাঙানি? সুস্থ থাকতে কোন খাবার পাতে রাখবেন, আর কোনগুলি এড়িয়ে চলবেন?
পর্দার আড়ালে, পর্ব-৩৭: মহানায়কের সেই ভুবন ভুলানো হাসি আর সস্নেহ চাহনির কথা বারবার মনে পড়ে যাচ্ছে
লেবু
দুধ জাতীয় খাবার
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৯: ডায়াবেটিসে কি আলু একদম বন্ধ?
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৮: ঘরবাড়ি ভালা নাই আমার
গাজর
ত্রিফলা
বাদাম
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩: আত্মারামে কুটো বাঁধা আছে
দশভুজা: আমি আর কখনওই ফিরে আসার প্রত্যাশা করি না…
এপ্রিকট, কিশমিশ
সবুজ শাকসব্জি
তবে মনে রাখা প্রয়োজন, চোখ আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা নিয়ে অযথা পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয়। তাই কনজাংটিভাইটিস এর সমস্যা যাতে না হয় ষে জন্য উপরোক্ত খাদ্যগুলো আমরা রোজ খাদ্য তালিকায় রাখতে পারলে ভালো। কিন্তু যদি সমস্যার দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে হবে।
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২