ছবি প্রতীকী
আমরা ভাবছি একটানা কাজ বা শোয়ার অভ্যাসেই এই ব্যথা হচ্ছে। আবার কেউ মনে করেন ভুল লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের কারণে ব্যথা হচ্ছে। তাই ব্যথা কমাতে এ সময় আমরা বিভিন্ন তেল মালিশ করি। আবার কখনও কখনও ব্যথা কমানোর স্প্রে ব্যবহার করি। অনেক ক্ষেত্রে আমরা আবার লেপ, তোষক রোদে দিই। কিন্তু আমরা কখনওই ভাবি না, এই যাবতীয় ব্যথা আসলে আমাদের শরীরে ক্যালশিয়াম এবং ভিটামিন-ডি এর ঘাটতির কারণেই হচ্ছে।
সব ব্যথাই বাত বা আর্থারাইটিস নয়। কিছু ব্যথা খাদ্যে অপর্যাপ্ত ক্যালশিয়াম এবং ভিটামিন-ডি এর কারণে হাড় দুর্বল হয়ে যায়, আর উপসর্গ হিসেবে ব্যথা হয়।
হাড় মজুবত রাখতে রোজ খাবারেকী কী রাখবেন?
দুধ এবং দুধ থেকে তৈরি খাবার
সয়া মিল্ক
চিজ
বাদাম
ব্রেকফাস্ট যদি না করে থাকেন, তাহলে এক মুঠো বাদামেই বাজিমাত হবে। কাজ করার ফাঁকে ফাঁকেও বাদাম খুব সহজেই খাওয়া যায়। তাই হাড় মজবুত করতে প্রতিদিন একমুঠো বাদাম খাদ্য তালিকা অবশ্যই রাখতে হবে।
হেলদি ডায়েট: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! রোগ প্রতিরোধে কেমন হবে ডায়েট? খাদ্যতালিকায় কী রাখলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন?
ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা, শীত পোশাক ব্যবহারের আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি
শিশুকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয়ে সতর্কতা প্রয়োজন? কী কী ওষুধ সঙ্গে রাখবেন? রইল পরামর্শ
কমলালেবু
আঙুর
তবে মনে রাখতে হবে আঙুরে সুক্রোজ প্রচুর মাত্রায় উপস্থিত, তাই যাঁদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা আছে তাদের আঙুর খাওয়া চলবে না।
কলা
তাই সারাদিনের যেকোনও সময়ে (যেমন ব্রেকফাস্ট, আফটারনুন, ইভিনিং) একটা কলা অবশ্যই খেতে হবে।
যোগা-প্রাণায়াম: কোভিডে আক্রান্ত হয়েছিলেন? প্রাণায়ামে হবে শ্বাসকষ্টের উপশম, জেনে নিন কীভাবে করবেন
উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’
ইংলিশ টিংলিশ: Appropriate Prepositions কাকে বলে জানো কি?
আনারস
পালং শাক
পালং শাক যেমন সেদ্ধ করে খাওয়া যায়, তেমনি তরকারি রান্না করে খাওয়া যায়। আবার পালং শাকের স্মুদি কলা দিয়ে বানিয়েও খেতে পারেন। এতে উপকার অনেক বেশি পাবেন।
তবে মনে রাখতে হবে, অতিরিক্ত পালং শাক খাওয়া কখনওই উচিত নয়। কারণ, পালং শাকে উপস্থিত ফাইটিক অ্যাসিড ক্যালশিয়াম শোষণে বাধা দেয়।
পেঁপে
তুষারপাতের সেই দিনগুলি, পর্ব-৩: ভারতে যেমন বৃষ্টি, এখানে তেমনি বরফ, যাদের ভালো লাগে, তারা প্রেমে পড়ে যায়
একঘেয়েমি কাটাতে পোলাও-এর স্বাদ বদল চাই? বানিয়ে ফেলুন সনাতনী ঝাল পোলাও
দশভুজা: আমার উড়ান— স্বাতী মোহন: এক এবং অন্যতমার আখ্যান…
মটরশুটি
মাছ
মুরগির মাংস
শাশ্বতী রামায়ণী, পর্ব ২৬: ‘সত্যেরে লও সহজে’—রাজসুখ ছেড়ে কি তবে বনবাসী মন?
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-১৯: অনুপ্রেরণার আর এক নাম কই মাছ
শুধু খাদ্য তালিকায় পরিবর্তন নয়, বদল আনতে হবে জীবনযাত্রায়ও, কী কী?
গায়ে লাগান সূর্যের প্রথম আলো
ধূমপান বন্ধ করতে হবে
খাবারে বেশি লবণ খাওয়া যাবে না
সোডা কম খেতে হবে
এড়িয়ে চলুন মদ্যপান
তবে হাড়ের সমস্যা যদি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২