বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

এখনও অবধি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নির্দেশ অনুযায়ী মাধ্যমিক ২০২২ অফলাইন মোডেই হবে। এই নির্দেশনামা অবলম্বন করে শিক্ষার্থীদের তৈরি হতে হবে। তবে করোনাকালীন পরিস্থিতির জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিষয়সূচিতে কিছু রদবদল এনেছে। যদি শিক্ষার্থীরা সেই সংক্ষিপ্ত বিষয়সূচি খুব ভালো করে নিরীক্ষণ করে তবে তারা বুঝতে পারবে কোন কোন অধ্যায়ের ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন, কোন অধ্যায়ের ওপর অল্প জোর দেওয়া প্রয়োজন এবং কোন অধ্যায়গুলি পড়ার প্রয়োজন নেই। আজকের আলোচনা মূলত এই বিষয়ের ওপর।

শিক্ষার্থীরা আগে জেনে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা— এর থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ—এর থেকে আসবে আট নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা—এই অধ্যায় থেকে আসবে চার নম্বরের প্রশ্ন। তাহলে বুঝতেই পারছ এইখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে। এই অধ্যায় বেশি ভালো করে পড়তে হবে। এখানে আরেকটা কথা বলার প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে। এই অধ্যায়টি অত্যন্ত সহজ এবং গল্পের মতো—এখান থেকে পাঁচ নম্বরের উত্তর করা খুবই সহজ।

পদার্থবিদ্যা বিভাগে তাপ এবারের সিলেবাসে নেই, তাপ পড়তে হবে না। বাকি দুটি অধ্যায় অর্থাৎ আলো এবং চলতড়িৎ খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হল এই দুটি অধ্যায় থেকে সবথেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে। ১৭ এবং ১৭ অর্থাৎ মোট ৩৪ নম্বরের প্রশ্ন এই দুটি অধ্যায় থেকে আসবে। তাহলে আলো এবং চলতড়িৎ এই দুটি অধ্যায়ে খুব ভালো করে পড়তে হবে এখান থেকে শুধুমাত্র এই দুটি অধ্যায় থেকে পাশ নম্বর উঠে আসতে পারে।পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টিও এবারের সংক্ষিপ্ত সিলেবাসে নেই এই অধ্যায়টি পড়তে হবে না।

রসায়ন বিভাগে তিনটি অধ্যায় এবারের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। পর্যায় সারণী—যাতে আছে ১০ নম্বর। আয়নীয় ও সমযোজী বন্ধন—যাতে আছে ১৫ নম্বর। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া—যাতে আছে ১৪ নম্বর। এ বাদে রসায়ন বিভাগে আর কোনও অধ্যায় নেই।

এই নম্বর বিভাজন থেকে সহজেই শিক্ষার্থীরা বুঝতে পারবে কোন অধ্যায়ের উপর বেশি জোর দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা কোরো এবং মাধ্যমিকে খুব ভালো নম্বর পাও—এই শুভকামনা রইল।

Skip to content