শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

একেবারে দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই আমাদের জীবনগড়া শুরু হয়। তাই এই পরীক্ষাকে অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ভৌতবিজ্ঞান একটি দারুণ বিষয়। প্রশ্নের মান অনুযায়ী খুব সহজেই এই বিষয়ে মনের মতো ফলাফল করা যায়। অনেক ছাত্রছাত্রী এই ভৌত বিজ্ঞানকে অবহেলা করতে শুরু করে। কিন্তু একটু ভালো করে বুঝে পড়লে খুব সহজেই ৮০ থেকে ৯০ নম্বর পাওয়া যায়। এই বিষয়ে ভালো ফলাফল করার জন্য তোমাকে কতগুলি নিয়ম মেনে চলতে হবে।
 

বেশি নম্বরের জন্য কী কী বিষয় মাথায় রাখতে হবে?

 

অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে কিছু কথা

 

পরিবেশের জন্য ভাবনা

এই অধ্যায় থেকে ৩ নম্বরের প্রশ্ন আসবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।
কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ
বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখতে পাওয়া যায়?
বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে উড়োজাহাজ চলাচল করে?
মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়?
কোন স্তরে বায়ুমন্ডলের উষ্ণতা সর্বনিম্ন?
ডবসন কিসের একক?
ভূপৃষ্ঠের প্রধান গ্রিন হাউজ গ্যাস কোনটি?
একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও?
স্থিতিশীল উন্নয়ন কী? দুটি বিকল্প শক্তি উৎসের উদাহরণ দাও?
মিথেন হাইড্রেট কী?

 

গ্যাসের আচরণ

 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

পাস্কাল কিসের একক?
প্রমাণ উষ্ণতা ও চাপ বলতে কী বুঝ?
বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ কর?
চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ কর?
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক কত?
পরমশূন্য উষ্ণতা কত এবং একে পরম বলার কারণ কী?
শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন?
আদর্শ গ্যাস সমীকরণটি লেখ এবং এর থেকে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় কর।
কী কী কারণে বাস্তবগুলি আদর্শ গ্যাস মত আচরণ করে না?
গ্যাসের অনুগতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।
 

রাসায়নিক গণনা

 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

২৪.৫ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে?
২.১০ গ্রাম ক্যালশিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি হ্রাস ঘটবে?
এই অধ্যায় থেকে অংকগুলি করার ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলিতে যে সব অংক এসেছে সেগুলো মাথায় রাখতে হবে।
 

তাপের ঘটনা সমূহ

 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

কোন সংকর ধাতুর তাপীয় প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন?
রৈখিক প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও এবং পারস্পরিক সম্পর্কটি লেখ।
দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের পারস্পরিক সম্পর্ক কী?
কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ?
তরলের দুটি প্রসারণ গুণাঙ্ক থাকে কেন (আপাত এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক)?
তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর এসআই একক কী?
তাপিয় রোধ এবং তড়িৎরোধ এর সাদৃশ্যতা লেখ।

আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৪, মাধ্যমিকে জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন, দেখে নাও একঝলকে

মাধ্যমিক ২০২৪: ভূগোলে বেশি নম্বর পেতে এই সব বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো

 

আলো

এই অধ্যায়ে চিত্র অঙ্কন করা অত্যন্ত জরুরি। আলোর পথের দিক তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে। সদ বিম্ব গঠিত হলে অবিচ্ছিন্ন (continues) রেখা দ্বারা চিহ্নিত করতে হবে। অসদ বিম্বের ক্ষেত্রে বিচ্ছিন্নরেখা (Discreet) দ্বারা চিহ্নিত করতে হবে।
 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

গোলীয় দর্পণের মেরু কাকে বলা হয় দর্পনের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়?
উপাক্ষিও রশ্মি কী?
অবতল দর্পণ দ্বারা কোন বস্তুর সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
অবতল দর্পণ দ্বারা কোন বস্তুর অসদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন কর।
দন্ত চিকিৎসরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন?
আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি লেখ। একটি চিত্র অঙ্কন করে সূত্রটির গাণিতিক রূপটিও লেখ।
আলোক কেন্দ্র কাকে বলে?
পাতলা লেন্সের আলোককেন্দ্রের একটি ধর্ম লেখ।
উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্যফোকাসের সংজ্ঞা দাও।
মায়পিয়া এবং হাইপারমেট্রোপিয়া কী এবং কী ধরনের লেন্স ব্যবহার করা হয় এই ত্রুটি মুক্ত করতে?
ক্যামেরা এবং মানুষের চোখের দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লেখ।
বর্ণালী কাকে বলে?
আলোর বিচ্ছুরণ কাকে বলে?
কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক ১.৫ হলে সেই মাধ্যমে আলোর বেগ কত?
আলোর বিক্ষেপণ কাকে বলে এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বিক্ষেপের সম্পর্ক কী?
কোন সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোন ৪০°হলে, প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল হলে, আপাতন কোণের মান নির্ণয় কর?
একটি প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ, যদি একটি আলোকরশ্মি ৩০°কোণে একটি প্রতিসারক তলে আপতিত হয়ে অন্য প্রতিসারক তল দিয়ে ৪৫° কোণে নির্গত হয় তাহলে চুতি কোণ কত?
একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার সেটিকে উত্তল লেন্সের সামনে ২ সেন্টিমিটার দূরত্বে রেখে ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্তন এবং প্রতিবিম্বের দূরত্ব কত হবে?
কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে √২. বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ ৪৫° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় কর?

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৪৫: প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর নয়, কদ্রুবিনতার শত্রুতায় কি তারই ইঙ্গিত?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

 

চলতড়িৎ

এই অধ্যায়ে কতগুলি নির্দিষ্ট সূত্র একদম বইয়ের ভাষায় লেখা অভ্যাস করা জরুরি। যেমন ওহমের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি, ফ্লেমিং এর বামহস্ত নীতি এবং ফ্লেমিং এর ডান হস্ত নীতি। তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রাবলী। লেঞ্জের সূত্র।
 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

কোন কোষের তড়িচ্চালক বল ১.৫ ভোল্ট বলতে কী বোঝো?
তড়িচ্চালক বল কাকে বলে?
ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও ওহমিয় পরিবাহী বলতে কী বোঝো? ও হমের সূত্রের লেখচিত্র অঙ্কন কর।
কোন কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
রোধাঙ্কের সংজ্ঞা দাও।
ফিউজ তারের রেটিং বলতে কী বোঝো। MCB কী?
বৈদ্যুতিক সরঞ্জামের গায়ে লেখা স্টার রেটিং-এর তাৎপর্য কী?
থ্রি-পিন প্লাগেআর্থিংপিন মোটা এবং লম্বা হয় কেন?
শর্ট সার্কিট কী?
আর্থিং কি?
 

পরমাণু নিউক্লিয়াস

এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনও নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গমনের ফলে ভর সংখ্যা ৪ এবং পারমাণবিক সংখ্যা ২ কমবে। কোনও তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গমনের ফলে, ভর সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা ১ বৃদ্ধি পাবে।
 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

তেজস্ক্রিয়তার কারণ কী? তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কী? সক্রিয়তা কাকে বলে? ১ কুরি বলতে কী বোঝো?
তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখ। নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এর রাসায়নিক সমীকরণ মনে রাখতে হবে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৮: শুরু হল কঠিন জীবনচর্যা

 

পর্যায় সারণী

এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্র মনে রাখতে হবে। যেমন ডেবরাইনারের সূত্র লোথার মেয়রের সূত্র মেন্ডেলিবের পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র। উদাহরণ মনে রাখতে হবে, ক্ষার ধাতু হ্যালোজেন মৌল নোবেল গ্যাস প্রতিনিধি মৌল ইউরোনিয়ামোত্তর মৌল।
 

কিছু প্রশ্ন যেগুলি এবারের জন্য গুরুত্বপূর্ণ

হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিম্নলিখিত ধর্মগুলোর কী পরিবর্তন হয় বা শ্রেণি বরাবর উপর থেকে নিচের দিকে গেলে নিম্নলিখিত ধর্মগুলোর কী পরিবর্তন হয়?
পারমাণবিক ব্যাসার্ধ।
আয়নন বিভব।
তড়িৎ ঋণাত্মক…
জারণ ও বিজারণ ধর্ম।
মনে রাখবে, সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনও মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রন টিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নূন্যতম শক্তিকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলা হয়। সাধারণত একই পর্যায়ে বামদিক থেকে ডান দিকে অগ্রসর হলে আয়নন শক্তির মান ক্রমাগত বৃদ্ধি পায়। সাধারণত একই শ্রেণিতে উপর থেকে Costs দিকে নামলে মৌলসমূহের আয়রন শক্তির মান ক্রমাগত হ্রাস পায়।
আয়নীয় এবং সমযোজী বন্ধন।
এক্ষেত্রে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের পার্থক্য মনে রাখতে হবে। বইতে দেখানো বিভিন্ন যৌগের আয়নীয় গঠন মনে রাখতে হবে। লুইস ডট গঠন চিত্র মনে রাখতে হবে।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গুলিকে চিহ্নিত করতে হবে। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের ও মনে রাখতে হবে।
কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এবং ক্যাথডে ঘটিত বিক্রিয়া মনে রাখতে হবে।
তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? অ্যানোড মাড কী?
দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ মনে রাখতে হবে।
পরীক্ষা গার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন।
অ্যামোনিয়ার পরীক্ষা গার প্রস্তুতির নীতি বিক্রিয়ার শর্ত এবং অ্যামোনিয়ার ধর্ম।
দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থের উদাহরণ। সোডা মাইড।
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন।
হাইড্রোজেন সালফাইড এর পরীক্ষার প্রস্তুতি বিক্রিয়ার শর্ত সমীকরণ সংগ্রহ সর্তকতা।
প্রমাণ কর হাইড্রোজেন সালফাইড অম্লধর্মী।
নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাকার প্রস্তুতির রাসায়নিক দ্রব্য বিক্রিয়া নীতি, বিক্রিয়ার সমীকরণ, সংগ্রহ।
নাইট্রোলিম কি?
বজ্রপাতের ফলে কীভাবে বায়ুতে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়?
অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের নীতি লেখো।
সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করা যায় না কেন?
ধাতুবিদ্যা।
লোহা কপার জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের আকরিকের উদাহরণ মনে রাখতে হবে সংকেত সহ।
মনে রাখতে হবে পরমাণু থেকে ইলেকট্রন বর্জনে জারণ ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনে জারণ অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জনের জারণ এর উদাহরণ।

মনে রাখতে হবে পরমাণুর ইলেকট্রন গ্রহণে বিজারণ ক্যাটয়নের ইলেকট্রন গ্রহণে বিজারন উচ্চতর যোজ্যতার ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণে নিম্নতর যোজ্যতার ক্যাটায়নের বিজারণ।
ধাতুর সক্রিয়তার শ্রেণি।
লোহায় মরিচা নিবারণের বিভিন্ন উপায়।
জৈব রসায়ন।
সাধারণ অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এর উদাহরণ। অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এর তুলনামূলক আলোচনা। অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এর সাধারণ সংকেত। সমাবয়গতা গঠনগত, অবস্থান ঘটিত এবং কার্যকরী মূলত সমাবয়বতা। মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া। পলিমার এবং মনোমার। বায়ো-ডিগ্রেডেবল পলিমার। এস্টারিফিকেশন রিঅ্যাকশন।

এই বিষয়গুলই এবারের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বিষয়গুলি খেয়াল করে শেষ মুহূর্তের অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নাও তাহলে উপকৃত হবে।

সৌরভ দাশগুপ্ত, সহ-শিক্ষক, ভৌতবিজ্ঞান , মিত্র ইন্সটিটিউশন (মেন)

Skip to content