ছবি: প্রতীকী। সংগৃহীত।
প্রথমেই বলব, পাঠ্যবিষয় ভালভাবে পড়তে হবে, খুঁটিয়ে। মূল বইটি প্রথমে ভালো করে পড়ে তারপর প্রশ্ন ও তার উত্তর অংশ অনুশীলন করতে হবে। তোমরা সেভাবেই করেছ নিশ্চয়। পাঠ্যাংশ পাঁচটি ভাবমূলে বিভাজিত। প্রথম ভাবমূল জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় জীবনের প্রবহমানতা। তৃতীয় ভাবমূলে আছে বংশগতি ও সাধারণ জিনগত রোগ। চতুর্থ অভিব্যক্তি এবং অভিযোজন। পঞ্চম তথা শেষ ভাবমূলে আছে পরিবেশ, সম্পদ ও তার সংরক্ষণ।
প্রথম ভাবমূল
একইভাবে উদ্দীপনায় সাড়া দেওয়ার বেলায় গাছ ও প্রাণিদের কী তফাৎ হয় সেটাও এভাবে পড়া যেতে পারে। এই ভাবমূল থেকে নিউরোনের ছবি, স্নায়ুর গঠনের ধারণাচিত্র, নিউরোগ্লিয়া কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়া বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে প্রতিবর্ত চাপের ছবি অভ্যাস করবে। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ বিশেষভাবে মনে রাখতে হবে। প্রাণিদের গমনের উদাহরণগুলি ও অস্থিসন্ধির ও পেশির (উল্লেখযোগ্যগুলি) অবস্থান ও কাজ এখানে উল্লেখযোগ্য।
দ্বিতীয় ভাবমূলে
তৃতীয় ভাবমূল
মাধ্যমিক ২০২৪: ভূগোলে বেশি নম্বর পেতে এই সব বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৮: শুরু হল কঠিন জীবনচর্যা
পরের ভাবমূল
পঞ্চম অধ্যায়
উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩০: সুন্দরবনে লৌকিক দেবতা ছাওয়াল পীর ও রাখাল ঠাকুর
জরুরি কথা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?
মহাকাব্যের কথকতা, পর্ব-৪৪: রামচন্দ্রকে ঘিরে যুগান্তরেও কেন উন্মাদনা? একজন কথকঠাকুরানির সাধারণ সমীক্ষা
এবার পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নের কিছু নমুনা
এ বার ৫ নম্বরের জন্য সম্ভাব্য কিছু নমুনা প্রশ্ন উল্লেখ করছি, সেগুলি তৈরি করে রাখতে পারো। এই বিষয়গুলি থেকেই ছোট প্রশ্নও আসতে পারে। ২ বা ৩ নম্বরের। অবজেকটিভ প্রশ্নের জন্য পুরনো বছরের প্রশ্ন বা নমুনা প্রশ্ন অভ্যাস করবে।
নমুনা হিসেবে এই ধরণের প্রশ্নগুলি অভ্যাস করে রাখো। এছাড়াও আরও বহু প্রশ্ন আছে যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
তোমাদের সকলের পরীক্ষা নিশ্চয় ভালো হবে। নিজেদের কাজের ব্যাপারে দায়িত্বশীল হবে, সিরিয়াস হবে। তাহলেই দেখবে সব কাজই ভালো করে করতে পারবে। অনেক শুভকামনা রইল।