ছবি প্রতীকী
একঝলকে নম্বর বিভাজন দেখে নাও।
অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু বুঝে নাও
অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালো করে বুঝে নেওয়া, যা ইতিমধ্যেই তোমরা ভালোভাবে প্রস্তুত করে নিয়েছ।
বিভাগ অনুযায়ী নির্দিষ্ট একটি সময় বিভাজন
প্রথম থেকেই বিভাগ অনুযায়ী নির্দিষ্ট একটি সময় বিভাজন তৈরি করে নিতে হবে। কারণ, এতে তোমরা পরীক্ষার সব প্রশ্নের উত্তর ভালো করে লিখে আসতে পারবে। হাতে কিছুটা সময় রাখতে হবে, যাতে উত্তরপত্রটি ভালো করে মিলিয়ে দেখে নিতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের বলব সারাদিনের মধ্যে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়কে বেছে নাও। তাহলে দেখবে তোমাদের অনুশীলনও হবে, সঙ্গে পরীক্ষাকেন্দ্রে ওই সময় পরীক্ষা দেওয়ার সময় তোমাদের ঘুম বা শারীরিক ক্লান্তি পরীক্ষার অন্তরায় হবে না।
খাতায় উপস্থাপনা
খাতায় উপস্থাপনা। খাতায় উপস্থাপনার ব্যাপারে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
উত্তর লেখার জন্য কিছু সাধারণ নির্দেশ
প্রশ্নপত্র পড়া ও নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখবে।
উত্তর লেখার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
বিভাগ-ক
বিভাগ-খ
বিভাগ-গ
বিভাগ-ঘ
বিভাগ-ঙ
উত্তর লেখার সময় যথাযথ ও প্রাসঙ্গিক উদাহরণ ও ছবি দেবে। ছবি আঁকার সময় কিছু কিছু বিষয় মনে রাখতে হবে
বিভাগ-চ
জীবনের প্রথম বড় ম্যাচের আগে অনুশীলনে ফাঁকি নয়, পরীক্ষায় লক্ষ্যভেদ করলে আগামীর পথ মসৃণ হবে
মাধ্যমিক ২০২৩: একটু সতর্ক হলেই অঙ্কে লিখিত পরীক্ষায় ৯০তে ৯০ পাওয়া সম্ভব
মাধ্যমিক ২০২৩-এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
প্রশ্নের মান – ২
প্রশ্নের মান – ৩
প্রশ্নের মান – ৫
অধ্যায়: বায়ুমণ্ডল
প্রশ্নের মান – ২
মাধ্যমিক ২০২৩: ইতিহাসে বেশি নম্বর পেতে অবশ্যই এই প্রশ্নগুলিকে বাড়তি গুরুত্ব দাও
মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে
প্রশ্নের মান – ৩
প্রশ্নের মান – ৫
অধ্যায়: বারিমণ্ড
প্রশ্নের মান – ২
প্রশ্নের মান ৩
প্রশ্নের মান – ৫
অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা
প্রশ্নের মান – ২
প্রশ্নের মান – ৩
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়
অধ্যায়: ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ)
প্রশ্নের মান – ২
প্রশ্নের মান – ৩
প্রশ্নের মান – ৫
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৬: যে কোনও ভাবে নিজেকে উৎসর্গ করাই ঈশ্বর লাভের উপায়
স্বাদে-গন্ধে: রোজকার খাবার একঘেয়ে হয়ে গিয়েছে? বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু পালং পনির
অধ্যায় : উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র
প্রশ্নের মান ২
প্রশ্নের মান – ৩
MAP POINTING
ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগ
ভারতের ভূপ্রকৃতি
ভারতের জনসম্পদ
ভারতের জলবায়ু
ভারতের মৃত্তিকা
ভারতের স্বাভাবিক উদ্ভিদ
ভারতের কৃষি
কৃষিজ ফসলের উৎপাদক অঞ্চল —
কৃষিজ ফসলের গবেষণাগার—
ভারতের শিল্প
ভারতের জনসংখ্যা
ভারতের সর্বাধিক জনঘনত্ব অঞ্চল, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চল, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
পরিশেষে বলি, মনে রেখো তোমরা প্রত্যেকেই সসম্মানে নিজের বিদ্যালে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ফলে ফাইনালের জন্য নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাই আত্মবিশ্বাস না হারিয়ে এতদিন যা পড়াশোনা করেছ, তার ভিত্তিতেই ভালো করে পরীক্ষা দাও। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো।