শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রী অবতীর্ণ হবে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের ইংরেজি (SL)। বিষয়টির বিভাগ অনুযায়ী প্রশ্নগুলিকে এভাবে ভাগ করা যেতে পারে—

1. Prose
MCQ (1×4)=4
SAQ (1×4)=4
Descriptive type (6×2)=12

2. Poetry
MCQ (1×4)=4
SAQ (1×4)=4
Descriptive type (6×2)=12

3. Drama
MCQ (1×4)=4
Descriptive type (6×1)=6

4. Grammar textual
Do as directed (1×6)=6
Article & Preposition (1/2×6)=3
Error Correction (1×2)=1

5. Unseen Comprehension: 10 Marks

6. Writing : 10 Marks
Letter writing/ Precis/ Report Writing

কীভাবে প্রস্তুত হবে ভালো নম্বর পাওয়ার জন্য?
প্রথমেই প্রয়োজন Vigorous reading of Texts. Prose, Poetry, Drama সব Textগুলো মনোযোগ সহকারে প্রতিটি শব্দ গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে বারংবার reading পড়তে হবে। এই Detailed & Repeated Reading of the text-এর ফলে text ছবির মতো তোমাদের মনে গেঁথে থাকবে। MCQ & SAQধর্মী প্রশ্নগুলির উত্তরের ক্ষেত্রে এই Detailed & Repeated Reading of the text তোমাদের ভীষণভাবে সাহায্য করবে।

উত্তর লেখার সময় মাথায় রেখো
সব উত্তর সর্বদা হতে হবে যথাযথ, সংক্ষিপ্ত এবং যুক্তিপূর্ণ। word limit অবশ্যই maintain করতে হবে। তবে মনে রাখতে হবে, সংক্ষিপ্ত বা word limit বজায় রাখতে গিয়ে কখনওই আবশ্যিক অংশ বাদ দিলে চলবে না। যে প্রশ্নের উত্তর যতটুকু প্রয়োজন ততটুকুই লিখতে হবে নির্দিষ্ট word limit-এর মধ্যে। এ জন্যই উত্তর তৈরি করার বিষয়ে তোমাদের ভীষণ যত্নবান হতে হবে।

এ প্রসঙ্গে আরও একটি বিষয় লক্ষণীয়, যে কোনও প্রশ্নের উত্তর লেখার পূর্বে প্রশ্নের সঙ্গে প্রদত্ত Instruction মনোযোগ সহকারে পড়তে ও follow করতে হবে। MCQ-এর ক্ষেত্রে একাধিক Answer সঠিক মনে হলেও যেটি সর্বাধিক প্রযোজ্য (Most Appropriate Option) সেটিকে Select করো। SAQ & Descriptive Answer-এর জন্য Question-এ যে Tense ব্যবহার করা হয়েছে সেটাই ব্যবহার করা বাঞ্ছনীয়।
বিশেষ গুরুত্ব দিতে হবে Grammar অংশের প্রশ্নগুলোর উত্তর লেখার সময়। Voice Change এবং Narration-এর নিয়মগুলির জন্য বারংবার পড়তে হবে। সেই সঙ্গে Practice করতে হবে।

Article & Preposition-এর ক্ষেত্রে মনে রাখতে হবে অনেক ক্ষেত্রেই একটি Gap-এর জন্য একাধিক Preposition বা Article সঠিক বলে মনে হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে Textual Grammar বলে Text-এ যা ব্যবহৃত হয়েছে সেটিই ব্যবহার করতে হবে।

যে নিয়মগুলি মানলে ভালো
আজ যে নিয়মগুলো তোমাদের বলব, সেগুলো মেনে চললে ভালো নম্বর পেতে সাহায্য করবে।
Handwriting পরিষ্কার, পরিচ্ছন্ন সুন্দর হতে হবে।
Answer script-এ proper margin থাকতে হবে।
প্রতিটি পৃথক নম্বরের উত্তরের মধ্যে ব্যবধান থাকতে হবে। একটি descriptive প্রশ্নের মধ্যে বিভিন্ন Part থাকলে (যেমন: who said to whom what context/ why) প্রতিটি part-এর জন্য আলাদা paragraph করবে।
Punctuation Mark-এর বিষয়ে বিশেষত Grammar Part-এর Answer-এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কোনও একটি Interrogative sentence-কে Direct speech থেকে Indirect speech করার সময় Mark of Interrogation ব্যবহার করা হয় না। কিন্তু Indirect speech থেকে Direct speech করার সময় অর্থানুসারে বাক্য Mark of Interrogation ব্যবহৃত হতেও পারে। কিন্তু voice change-এর ক্ষেত্রে কোনও Sentence-এ Mark of Interrogation থাকলে যেকোনও রকম voice change-এই (passive voice- active voice অথবা active-passive voice) সেটা বজায় রাখতে হবে।

Writing Skill-এর ক্ষেত্রে form এবং content-এর জন্য separate marks allotted থাকে। কিন্তু Content-এ অবশ্যই Sentence meaningful and Relevant হতে হবে। নচেৎ Form ঠিক থাকলেও ভালো নম্বর পাওয়া যাবে না। Form অংশটি মনোযোগ দিয়ে ঠিক লিখতে পারলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্য Syllabus নির্ধারিত writing skill-এর topicগুলো ভালো করে পড়তে হবে। সেই সঙ্গে প্রতিদিন অন্তত একটি করে writing Skill Practice করতে হবে।

Letter writing-এর ক্ষেত্রে Formal এবং Business Letter দুটিই ভালো করে practice করতে হবে।
Report writing-এর ক্ষেত্রে লক্ষ করলে দেখা যাবে সাধারণত School event or school related issues-এর ওপরে সাধারণত Report writing আসে। এই ধরনের বিষয়গুলি বেশি করে Practice করতে হবে। Precis-এর ক্ষেত্রে মনে রাখতে হবে, ভালো Precis লেখার জন্য Passage ভালোভাবে পড়তে হবে, ন্যূনতম তিন বার।
● প্রথমবার Passageটি পড়ে জানবে Passageটির মূল বিষয় কী।
● দ্বিতীয়বার Reading ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় যে শব্দগুলোর অর্থ প্রথমবার পড়ার সময় বুঝতে অসুবিধা হয়েছে চেষ্টা করতে হবে সেইগুলোর Contextual meaning derive করা যায় কি না।
● তৃতীয়বার পড়ার সময় key word/Sentenceগুলো underline করে যেতে হবে। এরপর উত্তরপত্রের মধ্যে pencil দিয়ে Precis draft করে নিতে পারো। word limit count করে প্রয়োজনীয় alternation and addition করে নেবে। শেষে Pen দিয়ে উত্তরপত্রে final precis লিখবে।

পরিশেষে বলি, যথাযথভাবে প্রশ্নপত্র পড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করা বাঞ্ছনীয়। এতে revision-এর জন্য সময় পাওয়া যায়। ফলে silly mistake (যা কিনা নম্বর কমিয়ে দেয়) revision-এর সময় correct করে নেওয়া সুযোগ পাওয়া যায়। সব সময় লক্ষ রাখবে প্রতিটি জায়গায় verb-এর proper form (Tense অনুযায়ী) ব্যবহার করেছ কি না।

ব্যাস, ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের এটুকুই মাথায় রাখলে চলবে।
সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমার অনেক শুভেচ্ছা।

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content