ছবি: প্রতীকী। সংগৃহীত।
উদ্ভিদবিজ্ঞান
উদ্ভিদবিজ্ঞান পাঠের গুরুত্ব ও উপযোগিতা
উদ্ভিদবিজ্ঞানের উন্নতি ও ব্যবহারিক প্রয়োগের ফলে পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে খাদ্য উৎপাদনের সমতা বজায় রাখা সম্ভব হয়েছে। মানুষের পরিধেয় উৎপাদনে ও তার উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান চর্চার ভূমিকা অনস্বীকার্য। রোগ নিরাময়ের জন্য মানুষ সভ্যতার উষালগ্ন থেকেই বিভিন্ন উদ্ভিদের উপর নির্ভরশীল থেকেছে। উদ্ভিদবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে আরও বেশি বেশি উদ্ভিদজাত ওষুধের আবিষ্কার হয়েছে।
বর্তমানে সারা পৃথিবীজুড়েই সিন্থেটিক ড্রাগের পরিবর্তে হার্বাল ড্রাগ অর্থাৎ ভেষজ ওষুধের ব্যবহার ও চাহিদা ক্রমবর্ধমান। পরিবেশ দূষণ রোধে, বিশ্বউষ্ণায়ন প্রতিরোধে এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তন প্রতিহত করতে উদ্ভিদ ও উদ্ভিদবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই সমস্ত কারণে বর্তমানে সারা পৃথিবীতেই উদ্ভিদবিজ্ঞান অত্যন্ত আকর্ষণীয়, চাহিদাসম্পন্ন ও সম্ভাবনাময় উচ্চশিক্ষার বিষয়।
উত্তম কথাচিত্র, পর্ব-৪৭: সে কোন প্রভাতে হইল মোর সাধের ‘নবজন্ম’
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭২: রবীন্দ্রনাথ প্রয়োজনে কঠোর হতেও পারতেন
কলেজ, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও পরবর্তী ধাপ
যদিও এটা পুরোটাই নির্ভর করে সেই বছর উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কী ধরনের নম্বর উঠছে তার উপর। কিছু কিছু কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। উদ্ভিদবিজ্ঞান বা বটানি অনার্সে জেনারেল সাবজেক্ট হিসেবে প্রাণীবিজ্ঞানের (Zoology) সঙ্গে মানব শারীরবিজ্ঞান (Human Physiology) বা রসায়ন (Chemistry) নিতে পারো। কোনও কোনও কলেজে নৃবিজ্ঞান (Anthropology) বা অণুজীববিজ্ঞান (Microbiology) জেনারেল সাবজেক্ট অপশন হিসাবে থাকে। CBCS বটানি অনার্স কোর্সে SEC (Skill Enhancement Courses) এবং DSE (Discipline Specific Elective Courses) পেপারগুলির অপশন ও কলেজের পরিকাঠামো অনুযায়ী আলাদা হতে পারে।
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৫: অনন্যসাধারণ হরিপুরের হরিহর শিবমন্দির
পঞ্চমে মেলোডি, পর্ব-২৭: আশাকে নিয়ে পঞ্চমের সব প্রশ্নের জবাব চিঠিতে জানিয়েছিলেন লতা
M.Sc.-র পর GATE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বায়োটেকনোলজি বিষয়ে M.Tech. পড়া যায় বিভিন্ন আইআইটিগুলিতে। NET পরীক্ষা দিয়ে ফেলোশিপ পেয়ে বা অন্যান্য ফেলোশিপ পেয়ে গবেষণায় যোগ দেওয়া যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রিসার্চ ইনস্টিটিউটে। এছাড়া স্নাতক বা স্নাতকোত্তরের পর মাশরুম চাষ, জৈব কৃষি, বায়োফার্টিলাইজার উৎপাদন, ভেষজ উদ্ভিদ চাষ প্রভৃতি নানা বৃত্তিমূলক ট্রেনিং ও সার্টিফিকেট কোর্স করা যেতে পারে।
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২: সুন্দরবনের আর এক ব্যাঘ্রদেবতা বড় খাঁ গাজী
বিদেশে পড়াশোনা
জীবিকা সহায়ক হিসাবে উদ্ভিদবিজ্ঞান
স্কুলে শিক্ষকতা
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৪: হাজরা মোড়ে নাম না জানা কচুরিখানা
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০: দশমহাবিদ্যা ও ঠাকুরের কালীভাবনা…
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
গবেষণা
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৪: আমার মন বলে চাই চাই
পাখি সব করে রব, পর্ব-৩: আচমকা বলরাম চেঁচিয়ে বলল, ‘বাপি, বাপি—ওই যে বাপি’
কৃষিবিদ ও উদ্যানবিদ
অন্যান্য চাকরি