ছবি প্রতীকী
আমাদের শরীরে কী কী টনসিল থাকে
মুখের ভিতরে তালুর পিছনের দিকে দু’পাশে থাকে।
গলার ওপরে নাকের পিছনের দিকে থাকে এবং ‘রাইনোস্কোপি’ ছাড়া দেখা যায় না।
গলার ভিতরে পিছনে জিভের গোড়ায় ডান এবং বাঁদিকে থাকে। এটি একমাত্র টনসিল যা মুখ হ্যাঁ করলে দেখা যায়।
অ্যাডিনয়েড বা ফারিনজিয়াল টনসিল সংক্রমণের ফলে এতটাই বেড়ে যায়— মুখগহ্বর প্রায় পুরো ভরে যায়। যার ফলে শুধু শিশুদের ক্ষেত্রে গলা ব্যথা নয়, শিশুদের শ্বাসকষ্টও শুরু হয়। শিশু নাক দিয়ে শ্বাস নিতে পারে না বলে মুখ দিয়ে শ্বাস নেয়। এমনকি দিনের বেলায়ও মুখ হ্যাঁ করে ঘুমায়। এর সঙ্গে সঙ্গে মুখ শুকিয়ে যাওয়া, নাক দিয়ে জল পড়া, ঘুমের মধ্যে না ডাকা, শ্বাসে দুর্গন্ধ, জিভের স্বাদ চলে যাওয়া, সাংঘাতিক কাশি, কানে কম শোনা, কানে ব্যথা এবং কানের সংক্রমণও ঘটে।
যেকোনও টনসিল গ্রন্থির সংক্রমণ হলেই সেটাকে ‘টনসিলাইটিস’ বলে। সে ক্ষেত্রে টনসিল লাল হয়ে যায়, ফুলে ওঠে। প্যালেটাইন টনসিল ও অ্যাডিনয়েড টনসিল সংক্রমণের ফলে বড় হয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে খুব স্বাভাবিক ঘটনা। এটাকে মা-বাবারা বলেন, শিশুর টনসিল হয়েছে। এর প্রকৃত অর্থ, শিশুর টনসিল রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছে।
টনসিলাইটিসের উপসর্গ
ছোটদের যত্নে: হঠাৎই জ্বর, মুখে-হাতে ঘা হচ্ছে শিশুদের! কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, জেনে নিন কোন রোগের উপসর্গ এগুলি
হোমিওপ্যাথি: আঁচিল নিয়ে অস্বস্তি? চিন্তা নেই, হোমিওপ্যাথিতে রয়েছে সহজ সমাধান
ত্বকের পরিচর্যায়: যখন তখন হানা দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন, কী ভাবে বাঁচবেন? রইল উপায়
অ্যালঝাইমার্সের যত্ন বেশ চ্যালেঞ্জের, সঠিক পরিচর্যায় ধৈর্যশীল, সহনশীল, সংবেদনশীল এবং কৌশলী হতে হবে
টনসিলাইটিসের তাৎক্ষণিক চিকিৎসা
শাশ্বতী রামায়ণী, পর্ব ২২: সত্যের শৃঙ্খলে বন্দি রাজা দশরথ
যা দেখছি, যেমন দেখছি: জাপানে সাড়ম্বরে উদযাপিত হয়ে গেল ইন্দো-জাপান সাংস্কৃতিক উৎসব
বাইরে দূরে: অযোধ্যা: ইতিহাস ও জনশ্রুতি /২
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৩৯: ঠাকুরবাড়ির বিয়েতে এমন জাঁকজমক আর হয়নি
টনসিলে কখন অস্ত্রোপচার প্রয়োজন
যোগাযোগ: ৯৮৩০২৯৪৯৩২