শনিবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরকমই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কতায় জানানো হয়েছে এই ১০টি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে যে সব জেলায় সেই তালিকায় আপাতত কলকাতা নেই। শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। কলকাতা এবং শহরতলিতে শুক্রবার রাতে ভালোই বৃষ্টি হয়েছে। শনিবারও...
