আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতায় শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি চলছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। রবিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হয়েছে।হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে।আরও পড়ুন:তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং...
