আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত একই পূর্বাভাস রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি আরও বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত একই পূর্বাভাস রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি আরও বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী হতে পারে। কলকাতায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে । তবে এর জন্য তাপমাত্রায় তেমন বদলের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার মালদহে বৃষ্টি হতে পারে। আগামী উত্তরবঙ্গের আট জেলাতেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুসংবাদ। হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিল-জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে! তুলনামূলক ভাবে গরমের অস্বস্তিও বেশি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে। তার পরে কমতে পারে তাপমাত্রার পারদ। তবে অস্বস্তি জারি থাকবে। আপাতত উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবে চৈত্র মাসের ১৫ তারিখ হয়েছে। এখনই জানান দিচ্ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা চড়ছড়িয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কমবেশি আটটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি! ওই তালিকায় দমদমও জায়গা করে নিয়েছে। শুক্রবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার পারদ ঝাড়গ্রাম বা পুরুলিয়ার থেকেও বেশি। দমদম...
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এক দিনে অনেকটা কমে গিয়েছে। এক ধাক্কায় প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস কমে গেল। সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গিয়েছে স্বাভাবিকের চেয়ে নীচে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে। তার পর আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে সতর্কতা। ঝড়বৃষ্টি বাংলার উত্তর থেকে দক্ষিণের সব জেলায় হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।
কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসের সেই তালিকায় রয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
বাংলা জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা। হ্যাঁ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। চৈত্রের শুরুতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমও খানিকটা অস্বস্তি বাড়িয়েছে। যদিও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। ওই বর্ষণের জেরে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। ফলে স্বস্তি ফিরতে পারে।আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে...
এখন সকালের দিকে আবহাওয়া থাকছে মনোরম, তবে বেলা বাড়লেই চড়ছে তাপমাত্রার পারদ। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
এক দিনের ঝড়বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রা কমে গিয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কয়েক দিন এ ভাবে বৃষ্টি চলবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতার জন্যও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ফেব্রুয়ারি শেষ হতে এখনও সপ্তাহ দুয়েক বাকি। শীত এখনই উধাও। উলটে আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, ভিজবে উত্তরবঙ্গও।এদিকে আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৩.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। গত শুক্রবার এবং শনিবার পারদ হঠাৎ কমে গিয়েছিল। তাপমাত্রা নেমে গিয়েছিল ১৭ ডিগ্রিতে সেলসিয়াসে। তার পর আবার...
বিদায় নিচ্ছে শীত। মূলত পশ্চিমি ঝঞ্ঝার জেরে কনকন ঠান্ডার আমেজ আর পাওয়া গেল না। এ বছর ঠান্ডা পড়ার আগেই শীত বিদায়ের ক্ষণ উপস্থিত। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাপমাত্রার পারদ ফের কিছুটা কমতে পারে। যদিও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই এ বছরের মতো শীত বিদায় নেবে বলে জানানো হয়েছে।