আমরা মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য কত কি মুখে মেখে থাকে কখনও ব্যবহার করি দই কেউ কেউ বা ব্যবহার করে থাকি হলুদ মুলতানি মাটি মধু আরো কত কি? কিন্তু আমরা কখনওই আমাদের মুখেরই অংশ ঠোটের পরিচর্যায় ততটা নজর দিয়ে থাকি না। কিন্তু যদি আমরা একটু খেয়াল করি মুখের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ত্বক হল ঠোঁটের। তাই ঠোটেরও অবশ্যই যত্নের প্রয়োজন
