দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সোমবারও। তবে কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দমদম, সল্টলেকে পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে দিশাহারা অবস্থা শহর ও শহরতলির।
