শুভ সকাল। আমার সকল স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালো আছো। বর্তমানে আমরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আশা করি ভবিষ্যতে সকল দুঃখ কষ্টের অবসান হবে। পৃথিবী আবারও নতুন করে শ্বাস গ্রহণ করবে, প্রভাতের আলোতে স্নাত হবে সমগ্র মানবপ্রজাতি। আজ ২৩ জানুয়ারি। সেই বিখ্যাত দিন যেদিন জন্ম হয়েছিলেন মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। নত মস্তকে আমরা তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। শুধু এই দিনটি নয়, বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট আমরা এই মহান কর্মঠ, পৌরুষকে স্মরণ করি। তিনি যেন গ্রহান্তরের কক্ষপথ হতে ছিটকে এসে...
