তনিমা রঘুকে বলে, রেজিস্ট্রেশন আমাদের বাড়িতেই হবে। বাড়ির তুমি গুরুজনদের প্রণাম করবে। আর সেদিনই ইভনিং ফ্লাইটেই আমরা হায়দরাবাদ ফিরে যাব। সেখান থেকে কুয়ালালামপুর। এরপর কখনও কোনও পারিবারিক উৎসবে আর আমরা আসবো না। পারিবারিক সংকটে প্রয়োজন হলে আসবো। কিন্তু আমি একা।
