রাতের দিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী পাঁচদিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেও। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আট জেলায়। আজ রাতের মধ্যে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে...
