বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর জেরে এখন সমুদ্র উত্তাল। শনিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আগামীকাল রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও হাওয়া...
