দক্ষিণবঙ্গে চড়া রোদ। স্বস্তিকর আবহাওয়া। উলটোদিকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটি সক্রিয়ই রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমনকি নদীর জলস্তর বৃদ্ধি...
