আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশও ছিল আংশিক মেঘলা। বুধবার হাওয়া দফতর জানিয়েছে, বাংলার প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিলবে। কারণ পরের পাঁচ দিন বেশির ভাগ জেলাতেই গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।এখন বাংলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই বাংলা জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় আগামী কয়েক দিনে দুর্যোগের আশঙ্কা...
