‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ নিয়ে ক্রমশ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বিহারের পর রাজস্থানে শুরু হয়েছে বিক্ষোভ। বুধবার পটনা, বক্সার, মুজফফ্রপুর, গয়া-সহ একাধিক জায়গায় চাকরিপ্রার্থীরা রেল অবরোধ করেছিলেন। বৃহস্পতিবার ছপরায়ও পথ অবরোধ করা হয়। এর পাশাপাশি আজ বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রেলের, জাতীয় সড়ক দুই-ই অবরোধ করা হয়। রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ি ও ট্রেন ভাঙচুর, পাথর ছোড়া, টায়ার জ্বালিয়ে দেওয়ার মতো ঘোটনাও ঘটেছে। পুলিশ বাধা দিতে গেলে...
