গরম পড়তে না পড়তেই বাতানুকূল যন্ত্রটি চালু হয়ে গিয়েছে নিশ্চয়ই। রোদ থেকেই ফিরেই কনকনে ঠান্ডায় গা এলিয়ে দিয়েই শান্তি। প্যাচপেচে গরম থেকে বাঁচতে অনেকের বাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা এসি চলছে। অনেকে তো আবার বলেন, গরমে এসি না চললে রাতে ঘুমই আসে না। এতে আরাম হচ্ছে ঠিকই, কিন্তু অন্য শারীরিক সমস্যা বাড়ছে। নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, গলা বসে যাওয়া, অ্যালার্জির সমস্যাও পাল্লা দিয়ে বাড়ছে। তা হলে উপায়? এই গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি তো চালাতেই হবে। এর খারাপ প্রভাব থেকে বাঁচারও উপায় আছে।কেন এসি চালালে শরীর খারাপ হয়? আগে জেনে...
