পিতৃতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক নয়। সেই জন্য যখন নারী প্রতিবাদী হয়, পুরুষ এবং পিতৃতান্ত্রিক সমাজ অস্থির হয়ে ওঠে। তারা তখন যৌথ ভাবে আক্রমণ করতে উদ্যত হয়।

পর্ব-৪: যা পুরুষ নন, তাই হলেন নারী
read more
পিতৃতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক নয়। সেই জন্য যখন নারী প্রতিবাদী হয়, পুরুষ এবং পিতৃতান্ত্রিক সমাজ অস্থির হয়ে ওঠে। তারা তখন যৌথ ভাবে আক্রমণ করতে উদ্যত হয়।
নির্দিষ্ট ভুমিকা পালন করতে গিয়ে নারীদের বসার ভঙ্গিমা থেকে সুরু করে কথা বলার ধরনও পরিবর্তিত হতে থাকে। শরীর-মন রক্তাক্ত হয়ে গেলেও মুখ ফুটে বলেন না তাঁরা কাউকে।
অনেকেরই মনে হতে পারে বিজ্ঞাপন শুধু জিনিসপত্র বিক্রি করার একটা পন্থা মাত্র, তার বেশি কিছু নয়। তাহলে এক্ষেত্রে প্রশ্ন ওঠে, তাহলে পাঁচালী কী বিক্রি করছে?
লক্ষ্মীর পাঁচালী তো অনেকেই প্রতি বৃহস্পতিবার পড়েন। সেখানেই বলা আছে— নারীকে কীভাবে পরিবারের জন্য নিজেকে সমর্পণ করে দিতে হবে। কারণ, তাঁর বাবা তাঁকে সম্প্রদান করে দান করে দিয়েছেন।