শীত মানেই বিয়ের মরশুম। আর এইসময়ে আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশীর বিয়েতে কী উপহার দেওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। শীতকালে বিয়ে হলে তো আরও সমস্যা। উপহারে চাদর দেওয়া হবে না অন্য কিছু তা বুঝে উঠতে উঠতেই বিয়ের দিন চলে আসে। এহেন পরিস্থিতিতে আপনি যদি চান একটু অন্যরকম কোনও উপহার দিতে তাহলে আবার বেড়ে যেতে পারে বাজেট। তবে আপনি নিজের সাধ্যের মধ্যেই বাজেট রেখে অনলাইনে কিনে ফেলতে পারেন সুন্দর উপহার। আর আপনার বাজেট যদি ৫০০ টাকা হয়, তাহলে অনলাইনের পাশাপাশি এই বাজেটেই অভিনব উপহার পেয়ে যাবেন বাজারেও। ৫০০ টাকা বাজেট হলে...
