পাদুকায় আনুন নতুনত্ব ●বসন্তের ফ্যাশনে জুতোয় অভিনবত্ব আনাটাও বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। হালফিলের ফ্যাশনে শাড়ি, প্যান্ট, স্কার্টের সঙ্গে মানানসই জুতোই এখন সকলে ব্যবহার করে। আবার উৎসব, বিয়েবাড়ি, পার্টি এগুলোর প্রত্যেকটায় আলাদা আলাদা স্টাইলের জুতো পরার চল রয়েছে এ যুগে। একটা জুতো আর সবকিছুর সঙ্গে মানানসই হয় না। তাই কলকাতার বসন্ত আরও স্পেশাল করতে আপনার তালিকায় রাখতে হবে বিশেষ কিছু ধরনের জুতো। বসন্তকে আরও রঙিন করতে কী কী জুতো রাখবেন আপনার সংগ্রহে? দেখে নিন। ১) ইংল্যান্ডের রানির মতো সাজতে হলে পায়ে পরুন কাউগার্ল বুট ●এই...
