দূষণ, আদ্রতা এবং অত্যধিক তৈলাক্ত খাবারের জন্য ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কী ভাবে ত্বকের জেল্লা ফেরাবেন? এত চিন্তা না করে বরং ঘরোয়া কয়েকটি ফেস প্যাকে ভরসা রাখতে পারেন। কয়েক দিনেই ফিরে পাবেন আপনার ত্বকের হারানো ঔজ্জ্বল্য। অ্যালো ভেরা-গ্লিসারিন প্যাক ● গ্লিসারিন ও অ্যালো ভেরা জেল একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এ বার সেই প্যাক সারা মুখে ভালো করে মেখে নিন। এ ভাবে ১৫ মিনিট রেখে তার পরে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক হবে মসৃণ।আরও পড়ুন: দই-কলা-মধুর প্যাক ● প্রথমে দই, কলা ও...
