সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক ‘পিলু’। এতে পিলু নামের একটি মেয়ের জীবনযাত্রা এবং তাঁর সংগীতজীবনের নানা কথা তুলে ধরা হয়েছে। এই ধারাবাহিকের গল্পের প্রথমে গানের টানেই গানের বাড়িতে হাজির হয়েছিল পিলু। এরপর পিলুর গান শুনে মুগ্ধ হয়ে গুরুজি পিলুকে গান শেখানোর দায়িত্ব দেন তাঁর প্রিয় শিষ্য আহিরের কাঁধে। আহিরও পরম যত্নে পিলুকে গান শেখানো শুরু করে। তবে রেওয়াজের প্রথম দিনই শিষ্য পিলু ক্লাসে যেতে দেরি করে ফেলে। আর সেই কারণে গুরু আহির তাঁর শিষ্য পিলুকে উপযুক্ত শাস্তিও দেন। অর্থাৎ, বোঝাই যায় যে আহির গুরু হিসাবে মন্দ নয়।...
