গতকাল অর্থাৎ গত ৭ এপ্রিল মুক্তি পেয়েছে তুষার জলোটা পরিচালিত 'দশবি' ছবি। সেই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নিমরাত কাউর, গৌতম জাঁদরেল প্রমুখ। অভিষেক বচ্চন একজন জাঠ নেতা গঙ্গারাম চৌধুরির ভূমিকায় অভিনয় করছেন। অভিষেকের স্ত্রী বিমলা দেবীর চরিত্রে দেখা গিয়েছে নিমরাত কাউরকে। জেলের জেলার হয়েছেন গৌতম জাঁদরেল। দুর্নীতির অভিযোগে জেলবন্দি হয় মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীর। তিনি সিদ্ধান্ত নেন, জেলে বসেই পড়াশোনা করবেন। বোর্ড পরীক্ষার প্রস্তুতিও নিতে থাকেন তিনি। প্রতিজ্ঞা করেন এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আর মুখ্যমন্ত্রী হবেন...
