মার্ডার মুবারকে অনেক রকমের ধোঁয়াশা তৈরি করতে গিয়ে কিছু কিছু জট পরিচালক নিজেই খুলতে পারেননি বা ছবির দৈর্ঘ্যের কথা ভেবে খোলার চেষ্টা করেননি। আসলে মার্ডার মুবারক একটি ওয়েব সিরিজের গল্প, যাকে চেপেচুপে কাহিনিচিত্রের নির্দিষ্ট মাপের সুটকেসে ধবানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে।
