জামাইয়ের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ শ্বশুরমশাই মেহেন্দি দিয়ে নিজের হাতে লিখলেন জামাইয়ের নাম, সঙ্গে জ্বলজ্বল করছে ভালোবাসার চিহ্ন। বৃহস্পতিবার রণলিয়ার বিয়ের আসরে মহেশ ভট্টের রণবীরের প্রতি ভালোবাসার সেই নিদর্শনই ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। নতুন সংজ্ঞায়, সংজ্ঞায়িত হল রণবীর-আলিয়ার পাঁচ বছরের সম্পর্ক। কেমন ছিল ভট্ট থেকে আলিয়ার ভট্ট-কাপুর হয়ে ওঠার এই প্রারম্ভ যাত্রা? সেবিষয়ে খানিক বোঝা যায় আলিয়ার ইন্সটাগ্রামে শেয়ার করা রণলিয়ার বিয়ের ছবিগুলিতে চোখ রাখলেই। বাঙালি ফ্যাশন ডিজাইনার...
