কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র মৃত্যুতে শুধু অনুরাগীরা নন, এখনও শোক পুরপুরি কাটিয়ে উঠতে পারেননি তারকারাও। বলিউডের গায়ক কেকে-র প্রিয় বন্ধু ছিলেন বলিউডের তারকা গায়ক শান মুখোপাধ্যায়। কেকে প্রসঙ্গে শান বলেন, কেকে-কে বরাবরই স্বাস্থ্যের ব্যাপারে খুব খেয়াল রাখতে দেখেছি। যত বড় মাপের অনুষ্ঠানের প্রস্তাব আসুক না কেন, মাসে আটটার বেশি শো করতে রাজি হতেন না তিনি। তারপরেও যে ভাবে নজরুলমঞ্চে অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ওঁর মৃত্যু হল, তা কিছুতেই মেনে নিতে পারছি না। শান এও জানান, প্রিয়বন্ধু-র অকাল প্রয়াণে তিনি ভেঙে...
